সুবীর সরকার
ক।
বিচ্ছেদ বসিয়েছি। বিনিময়ে
লাটিম ঘোরে
ছোট শহর বলতেই উদাস হাওয়া
কীর্তনে ভোরে ওঠা
গ্রামবাজার
লিখছি বিছানাবিলাস।
খ।
চটক স্বত্বেও গল্প গতিহীন
ক্যামেরার পেছনে আস্ত
বক্সঅফিস
ফ্লপের তালিকায় যুক্ত হচ্ছি
গ।
সাপেরা খোলস রেখে যাচ্ছে
হয়তো ডিজিটাল
মেঘ
বদনাম ঘুচিয়ে দিতে ব্রেকিং
নিউজ