তুহিন দাস
শীতবিকেলের হাওয়া আসার আগেই
জানালাটা বন্ধ হয়ে যায়; তবুও কী এক বাতাস
সারাক্ষণ ঘরের ভেতর ডাকছে ওগো স্বপ্ন তোমায় –-
সেইসব পুরনো হাওয়াই তো আবার ফিরে এলো!
তা দেখে ক্কী খুশি! যেন কারো কথা অনেক দূর গিয়ে
পৌঁছে দিচ্ছে তাজা হাওয়াদল –- পৌঁছে দিচ্ছে এ সকল সংবাদ;
সন্ধ্যায় স্নানের মোহগ্রস্ততা ভেঙে পাখি উড়ে যায়
দূরের ঝর্ণাদেশে, আমাকে ফিরতেই হতো একদিন
এইসব পাথরের নীরব বেদীতে নয়তো নিঃশ্চুপে ঢেউ থেকে
মাথা তুলে বর্ষার দিনে যেভাবে আকাশের দিকে তাকায় উৎস্যুক মাছ…
এবারও বছর ঘুরতে না ঘুরতেই পুরনো সেদিনের ঘটনাক্রম
আবার ফিরে আসছে, জীবনের জয় ঘোষণা করতে করতে