সূর্যের অন্তর জুড়ে থার্মোনিউক্লিয়ার এক্সপ্লোশন । নীল গ্রহ
পরম প্রেমে জড়িয়ে ধরছে পাহাড় সমুদ্র মৃত্তিকা আর
জীবন্ত বংশধর । সৃষ্টি ও লয় । ব্রহ্মাণ্ড-বিস্তৃত শক্তির
ধ্রুবক মান । আত্ম-উপলব্ধি ছাড়া ধোঁয়াশার চাদর
ছড়িয়ে যায় । শ্যাওলাঢাকা জলাশয় কখনো কখনো
অন্ত্যেষ্টিক্রিয়ায় মগ্ন হয়ে ওঠে । সূর্যোদয় দেখার
আশায় অনন্তকাল জেগে থাকতে ইচ্ছে হয় । এডমন্ড
হিলারি তেনজিং নোরগে-র মাউন্ট এভারেস্ট চুম্বন,
বিজ্ঞানি ওয়াটসন ও ক্রিক-এর ডি. এন. এ.-এর
গঠনবিন্যাস আবিষ্কার, ইউজিন অ্যাসারিন্সকি-র
‘র্যাপিড আই মুভমেন্ট’ --- প্রজ্বলিত ঊনিশশো
তেপান্ন । আনন্দ-সম্মেলন রঙিন মর্মর প্রস্তর
বিছিয়ে মাইলের পর মাইল হারিয়ে যাওয়া
ঠিকানা ।