প্রেম-অপ্রেমের বিছানা
ব্যস্ত হয়ে যায় সন্ধ্যা
আড্ডা হয় আকাশের মাঠে
একটা মাইগ্র্যান্ট ফুলের সাথে গল্প…
তার ছিল ঝুল বারান্দা, স্নানের ঠাণ্ডা দুপুর
মল্লিকা ঝরে গেছে
সে এখন শহরে গতরের দামে বিক্রি করে বকুল
অ্যাবরশনের দীর্ঘশ্বাস জেগে থাকে
প্রেম-অপ্রেমের বিছানায়
দৃশ্যান্তর
মচমচে রোদ তরতাজা দুপুরে লাফিয়ে লাফিয়ে চলে। এ দৃশ্যে দেয়ালের ছায়াটা ঈষৎ বাঁকা। ছায়াটা ঘুম ভালবাসে।
সবুজপোকা অবিকল ঘাসেরই মতো। ওদের পাশ কাটাতে বেসামাল পা পিষে ফেলে ঘাসফুলের বেদম বিকাল।
ঘাসফুল কার ছিল? এ দৃশ্যে কুয়াশারা বিজয়ী, সুযোগমতো যাত্রা করে শরতের ভোরে…