• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

অনুপম মুখোপাধ্যায়

সম্পাদকীয়



‘বাক্’-এর পাঠকদের জানাই নতুন বছরের শুভ কামনা। এবার একটু দেরি হল। কিন্তু এসে পড়ল ‘বাক্ ৭৬’। দেখুন তার নতুন চেহারা। এমনকি ঠিকানাও গেল বদলে। আগের url-এ পুরোনো সংখ্যা ছাড়া তাকে আর পাওয়া যাবে না। নতুন ঠিকানা হল http://baak-patrika.blogspot.in .

অনেকেই বলছেন এটা নাকি আন্তর্জাল পত্রিকা প্রকাশের আদর্শ সময় নয়। লিটিল ম্যাগ মেলা সবেমাত্র হয়ে গেল। বইমেলা আসছে। এই সময় প্রিন্ট পত্রিকার। কিন্তু সেটা ভাবার কোনো কারণ তো আমরা দেখছি না। একটি পত্রিকা, সে কাগজে ভর করে আসুক, বা ভার্চ্যুয়ালি, আমরা সেখানে তো কবিতাই খুঁজব। কবিতার পিপাসা কি আন্তর্জালে কিছু কমে-বাড়ে নাকি! আজ তো ফেসবুক থেকেই অনেক তরুণ কবির জন্ম হতে দেখছি রোজ।

এটা বলাই বাহুল্য যে, আমরা আমাদের কবিতার নতুনের দিক থেকে ক্রমেই আন্তর্জালের পক্ষপাতী হতে বাধ্য হচ্ছি। শুধু ভুবনব্যাপী বিস্তার তার কারণ নয়। কবিতার রূপ নিয়ে খেলার যে সুযোগ আন্তর্জাল দিতে পারবে, কোনো কাগুজে পত্রিকায় তা সহসা পাওয়া যায় না। আসলে আন্তর্জাল পত্রিকা আজ কাগুজে পত্রিকার পরিপূরক। একে অন্যের হাত ধরে নিয়ে চলেছে।

আমরা ই-বুক প্রকাশের ব্যাপারে খুবই আগ্রহী। এই পোস্টে প্রকাশ করা হল অর্ক চট্টোপাধ্যায় সম্পাদিত ‘নির্বাচিত গল্পনা (১)’ এবং বারীন ঘোষালের কাব্যগ্রন্থ ‘প্রণয়ধ্বনির সফটওয়্যার’। এই বইদুটি আমাদের সম্মানিত করল। আমাদের ই-বুক প্রকাশনার ভার সম্পূর্ণরূপে নিয়েছেন অর্জুন বন্দ্যোপাধ্যায়।

৭৫তম পোস্ট অবধি আমিই সামলেছি, এবারে কারিগরি দিকটা দেখবেন সুমিত রঞ্জন দাস। উনি কাজটা হাতে নেওয়ায় আমি বেশ কিছুটা সময় পাব ‘বাক্’-এর অন্যান্য দিকগুলোয় চোখ দেওয়ার।

এবারের কবিতা সম্পাদক মাসুদার রহমান। এর ফলেই বাংলাদেশের বেশ কিছু কবিতা আমরা পেলাম। বাংলাদেশের কবিতা এমনিই বললাম। আসলে তো বাংলা কবিতা। বাংলা কবিতার কোনো সীমান্ত আছে নাকি! কাঁটাতার আছে নাকি! ‘বাক্’ কোনো সীমারেখায় বিশ্বাস করতে চায় না। সে শুধু ছড়িয়ে পড়তে চায়। কোনো কেন্দ্রে আটকে যেতে চায় না।

এইভাবেই বিকেন্দ্রীকরণের মাধ্যমে ‘বাক্’ চলছে, এবং চলবে। আগামী পোস্ট করা হবে পয়লা মার্চ-এ। সেই পোস্ট থেকে সম্পাদক মন্ডলীতে নতুন আরেকটি নাম যোগ হতে পারে। ‘কবিতা বিষয়ক গদ্য’ বিভাগটি আমি আর হাতে রাখতে চাই না। একজন বন্ধু আগামী পোস্ট থেকে বিভাগটির ভার নিতে রাজি হয়েছেন। তাঁর নাম ক্রমে প্রকাশ পাবে।

আপাতত চলুন বিভিন্ন বিভাগে।



My Blogger Tricks