লুব্ধক
কতদূর হাঁটতে পারলে অরণ্য
চিৎকারে সুফি নামবে
ধড়া চুড়ো ধরা পড়ার আগেই আশপাশ
প্রিজম বানিয়ে ভাঙবে গাছগুলি
গানগুলি বাগান থেকে সোজা স্নান
করতে যাবে বলেই এমন পোশাক
ভাঙাচোরা পার হতে আমাদের
সিম্ফনি কেটে যায়
কাটা জায়গায় সূর্যের দগদগে দাগ
বিবাহের রাত হয়ে জেগে থাকে
ডিফল্ট সেটআপ
কি এক জাদুমন্ত্রে কবিয়াল
জলসাঘর বানিয়ে নিল
ঘুম পেয়েছিল
বেমিশাল মেহফিল
ছিল কিন্তু এখন নেই
যদি বা পালটে দেবার বটন থাকতো
নিজেকেই পালটে নিতাম
আর সেক্টর ফাইভ হয়ে
পড়ে থাকতো অভিমানী বিকেল বেলা
মাঝরাতের মধ্যমা
অচেনা প্রেমিকার কাল্পনিক মিনিস্কার্ট।