রোজনামচা আর মুখোশজীবন।
আড়ালে মুখ ঢাকে লজ্জ্বাবতী।
আর অপরিচিত গেরস্থালীর দুয়ারে
এক চিলতে রুটি খোঁজে শালিক।
আর যাপিত জীবনজুড়ে
বিস্কফার্মের আবিল বিস্কুটখেলা।
আমার পেন্সিল কোথায়!
আমার দশ নম্বর তুলি!
চিলেকোঠায় ছায়া আঁকে একটা ইজেল।
হে আমার প্রিয় দলছুট গেরস্থালী,
হে আমার গতকালের শালপাতায় মুড়ে রাখা গোল্লাছুট
হে আমার পুতুলের অনন্ত আঁধার
দ্যাখো, রাত্রির শরীর ছুঁয়ে নেমে আসছে হিম
দ্যাখো, অবশেষের ক্লান্তি এসে বসেছে অলিন্দে
এই দ্যাখো, আমিও সেজেছি কেমন আজ
শব্দহীন এই শূন্য অঙ্কে
সিঁড়িভাঙা প্রাচীন সরলে।