মেটামরফোসিস্
যাওয়ার আগে রেখে যাচ্ছি
বলা না বলা-
মই শূন্য, পদবী শূন্য উপাখ্যান।
গোল ঘুরে যে রাস্তা সম্পর্কে পৌঁছায়
তার তালা বন্ধ পরিষ্কারে
তারস্বরে জন্ম নিচ্ছে গোপন ঝুরি।
যৌবন জুড়ে কাফকা
যুঝতে বুঝতে হেলিক্যাল ধাঁচে
চাঁদ ছুঁলো কাঁচকুমার
ক্রমে রূপকথাগুলো হয়ে যাচ্ছে
একগোছা না বলা।
দশ লাইন
চুপ করে যাচ্ছে হাহুতাশ-
বেরিয়ে পরা নতুন হাতে,
হাতে গরম ট্রাফিক ক্রসওয়ার্ড
নীল গাড়ি, লাল গাড়ি
ফা- কিং কুইনস্
হোটেল কিউ কাম বার।
ঘণ্টা খানেক বিজিটোনের পর
তুমি আসবে বলেছিলে-
বিকেল বিকেল
কাক পাখিদের স্তব্ধ পাড়ায়।
লজ্জাবস্ত্র
আশি নম্বর বিজ্ঞাপনে লিখছি
ওদের লজ্জাবস্ত্রে
কারা নিষ্প্রয়োজন হাত ছোঁয়াল...
ভেষজ স্রাব ঘূর্ণি পেয়ে
ডাক দিল বেগুনি মার্জিন
উঁচু প্রান্ত থেকে তলানি ধোয়া
চারমিনারী পাঁচরাস্তা ধরে
ধর্ম কুকুর তুলে নিচ্ছে গোলাপি
প্যানটির সুতো!
শুধু বিজ্ঞাপনে-
কাটা জিরো পাওয়ার
চুষতে চুষতে
নিষ্প্রয়োজন খুঁজছে
প্রস্তরযুগের লজ্জাবস্ত্র...
ইতি বাচক
উদ্বৃত্ত প্রেম ফুটে যে পাখি বেরিয়ে এল
তার ফিঙ্গার প্রিন্টে গজাচ্ছে বটের নখ
হিমাংশ সীমাংশ মীমাংসের ইমিটেশন
সাজিয়ে গাছ পাথর কৌশল
ঝাঁপ পাড়ছে শয্যার তেলরঙে
অন্ধকার নেভা ছবির দেওয়ালে
ছাপ ছাপ কুটনো
ইতি কল্পনার লাভ প্রিন্ট
ছবির ক্যাপশনে ধরা পড়ল
একটা উল্লম্ব স্কেচ পেন!
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন