জন্ম - ১৯৯০, ১ ডিসেম্বর
২০০৩ থেকে লেখালেখি শুরু ,ভালমতো কবিতা জগতের সাথে যোগাযোগ ২০০৬ থেকে।
এছাড়া গান লেখা,শায়েরি লেখা ও তাতে সুর করাও চলে।
আর সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি ‘ইউস মি’ নামের একটি বাংলাগানের এ্যালবামও আসতে চলেছে। টেনে নিও।
বুকজুড়ে কম্পাসের শাসন
টুকরো কুড়োতে
মূলবাগান মেখেছে ধর্ম জল
মাইলস্টোনহীন পথের রুমালি ইশারা
ঝিঁঝিঁর গানে বর্ণমালা নেই,
লোভকে ম্যাজিক
তবু অক্টোপাস ইচ্ছে
সবার সামনে যখন থ হয়ে যাই
এভাবেই
চোখে ঘোটে গেলো বসন্ত
পূর্ণিমায় পরে বায়না
সাদা তবু না লিখতেপারা
ছড়িয়ে থাকা রঙে হাতের দরকার
বারণ কে কে বারণ করে ছুঁতে পেরেছে
ধর্মঘটের দিন তোমায় কবিতা দিতে পারি
উপহার
অন্তত এর যে কোনো একটা এসে
জন্মজন্মান্তর
শীতের অভাব, নেই কম্বল
নিষ্পাপ নও
তবু এমন কোন জায়গা নেই যে
ঈশ্বর রাখা যায় না
আবিস্কার হয়নি কম্পন থেকে
পাখির অর্ধেক খাওয়া ক্ষতের ভেতরে
এখনও স্বাদ আছে।
যতবার চতুর্ভুজ তোমায় মধ্যমণি করেছে
শুয়েছিলে না বলেই চলপ্রাণ।
না ছুঁতে পারা ,
তবু
ওড়াই বাঁচুক
প্রাণীয়ে রেখো।
পৃথিবীর তিনভাগ জল
তবু ভাসা শেষ হয়ে যায়
একটু নৌকা হয়ে কি
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন