জন্ম ৬ই আগষ্ট,১৯৮৯ । জন্মাবধি কলকাতায় বসবাস। ইংরেজী সাহিত্যের স্নাতক।
এ যাবৎ প্রকাশিত কাব্যগ্রন্থ : জিপসি চাঁদে জুডাসের হাঁটাচলা(২০১০), ট্রাফিক সার্জেন্টের নোটেশন(২০১১), পাখিদের যানবাহন(২০১২), হিমি ও জানলার গান(২০১৩)।
শ্বাস
তোমার শ্বাসের সাথে মিশে আছে
সমুদ্রের প্রকল্পগুলো
নদীর নিয়তি
সন্ধ্যাশাঁখের ফেলে আসা রূপান্তর...
এতদিন পর জানলাম সেই জানালা!
যেন সবটুকুই খেলা
স্বপ্নের সরঞ্জাম নিয়ে
সাজানো বয়সের দোরগোড়ার কথা নয়
ভেতরে গুমরানো চাপাকান্না নয়
খেলা আলোছায়া মজায়।
‘দিন কাটেনি’
ভাবা যেত জুয়াচোখে
সরলরেখা
দেখতে না পেলেও তোমার
ভেতরের আকাশে সরলরেখা
আমাদের বিভিন্ন অপেক্ষায়
আলো জ্বালায়।
বসে থাকি।
আকাশভরা ঘরবাড়ি।
ঘরের ছেলেমেয়েরা পড়ছে
আমাদের মিথ্যে কবিতা
ছেলেরা ফিরবে না কাজ থেকে
মেয়েদের চোখ খেল শব্দরাক্ষসেরা
সরলরেখা মুছে যাচ্ছে
চোর
আঙুল ছাড়ালো স্মৃতিহীন সহায়ক
চুরমার আকাশে শূন্য খাঁচার ইতিহাসে।
অচেনা বর্ণপাতালে ঘুম ভাঙা
সময়ের আগেই পাখিরা
নিয়মের সিঁড়ি ভেঙে আলোয়...।
শব্দের দরোজা খুলে
টেনে নিই
চুপসানো ফুসফুসে
পরিবর্তিত আসমানের
বমনপ্রিয়া সময়,
ডানা ঝাপটানোর
আপ্রাণ স্বরবিতান
অভ্যুথ্থান
ঢেউ ভাঙার ইঙ্গিত
অদৃশ্য আঙুল আলো জ্বালাবার
ছলে উথ্থানের সমুদ্রশহর জলসায়।
শেষ বেঞ্চের ইতিহাস
পিপাসাধুনের শিকড়
নাবিকেরা নতুন রেডিয়োয়
পম্পেইয়ের গানে...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন