কোনো মিষ্টি মিষ্টি দেখতে ছবির শিরোনাম কি হতে পারে "বারুদ-২"? হ্যাঁ হতেই পারে আপাত মিষ্টি দেখতে গৌরব রায়ের এই ছবিটি। পাহাড়ের অশান্তি আমরা জানতে পারি খবরের কাগজের মাধ্যমে (সম্পাদনার পড়ে)। শিল্পী নিজে পাহাড় নিবাসী, ওখানের অস্থিরতা তাঁর চেতনায় আঘাত হানে। তাই আমরা দেখতে পাই চিত্রপট জুড়ে উড়ছে এক পাখি, শরীরী ইমেজে এক নারী আপাত স্বাধীন। ছবির ভূমিতে লেগে রয়েছে মেটে লাল রঙ, সেই একই রঙ দেখতে পাওয়া যায় পাখীটির ডানাটিতেও। সামান্য নীলের ছোঁয়ায় যে আকাশ বর্তমান সেটির বাধা পড়েছে ওই অশান্তির কারণে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
...ভালো কম্পোজিশন...
উত্তরমুছুনসম্পাদনার পড়ে ?এটা পরে হবে, মানে যদি after বোঝানো হয়ে থাকে তো ,
উত্তরমুছুনছবিটা অবশ্যই ভালো সৃষ্টি
উত্তরমুছুন