পিঠদেয়াল
যাহ্
যাওয়াকে আস্-তে বলি 'না'
পাতা ফেললে ডালও গড়িয়ে যাবে
ফুটো করে খিদে
খোঁড়া টাওয়ার থেকে সমস্ত সিগনাল আজ
নেমে যাচ্ছে...
ধান খেতে
শব যার পুড়িয়ে গেছে সে
ছাড়া নিয়েছে ধরা
গলায়... এভাবে চাবি না, পৈতে না, সুতো না-
আত্মাপোড়া রিং
তবে ফাঁসি কার
আসার সময় পুড়িয়ে এসেছি পুকুর
ডাবে মুখ চেপে চেপে ....
ফুরিয়েই ফেললাম আগুন
ভেবেছো, রং দিয়েই বুজিয়ে ফেলবে মুখ
ভেবেছো, সার্ভিস ফুরলে রিভলবার
ঝুলবে লকেট
জীবাশ্ম কথা ভাঙছে
আর আমি
সমস্ত দৃশ্য থেকে বিস্ময় ছিঁড়ে নিলাম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন