শিল্পী কৌস্তভ পাল বিশ্বভারতীর কলাভবনে সেরামিক নিয়ে পোষ্ট গ্রাজুয়েশান করছেন। বাকের ৬৫ তম পোষ্টে এর প্রথম কাজ ছাপা হয়, এটি দ্বিতীয়। সেরামিক বলতে জনসাধারণের ধারণা চীনামাটির কাপ-প্লেট, নুনদানি আর খুব বেশি হলে ওভারহেড তারের বিদ্যুৎ নিরোধক গোলাকার বস্তু। চীন-জাপানে সেরামিকের কদর হাজার বছরেরও বেশি। সৃষ্টি হয়েছে কাব্য, নাটক, চিত্রকলা এবং "পেন্টেড ফায়ার" এর মতো বহু প্রশংসিত আধুনিক চলচ্চিত্র। পাত্রের গায়ে রঙের সুক্ষ বুননের আস্বাদন মানুষকে অন্য জগতে নিয়ে যায়। দর্শকদের বলব দেখতে থাকুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন