আশিকি ৩
চৌরাস্তা ধরে হেঁটে যাচ্ছে
একটা পাপ, একটা ভালবাসার
ফুটনোট।
জানলা খোলা, দরজা খোলা
তবুও সূর্য প্রতীকের
ভরসায়...
কিছুটা ছুঁলো
হয়তো পুরোটাই ফক্কা...
চকচকে বিষন্নতায় আরো
রেজিস্টার্ড
হাত ধরে বসে থাকা নাবিকের
প্রার্থনা
স্টেশন।
ধূমকেতু।
আড্ডা।
পুরস্কার।
ধুলো হয়ে যাচ্ছে
পূর্ণিমার প্রকৃত ফলাফল
বদ
অনেকটা না পাওয়া নিয়ে
প্রতিটা সকাল শুরু হয়,
প্রতিটা
সকালের মতো... কিছুটা জ্বলে
যাওয়া
আলো... কিছুটা জ্বলে থাকা
আলো
এই নিয়ে আমাদের, বিশুদ্ধ
সংসার
হাত পাততে পাততে
আরো হাত পাতার রাস্তা
আরো রোম্যান্টিক খোঁচার
শব্দ
কিছুই হল না
তবুও হতে হতে
রাত ফুরিয়ে গেল
ভোরের গায়ে পড়ে গেল
আর একটা বদচিহ্নের ছাপ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ভালো লাগেনি।এগুলোও কবিতা !!!বারীন ঘোষালের লেখা পড়তে থাকুন ও শিখুন
উত্তরমুছুন