অমনিবাস
হাইওয়ে
জুড়ে
বেড়ে ওঠা
একটার পর একটা রঙের নাম মনীষা
দূরে সরে যায়
আর হাওয়া পিছলে যায়
অনুভূতি নামের সাদাকালো চাদরের ভেতর
লেখা হতে থাকে
+ প্রতিজীবন
∫ ∫ ডি শব্দ ডি সময় = ≠ অপেক্ষক ( সিনট্যাক্স ) = ≠ কবিতা
- জীবন
অর্থাৎ ট্রেনজানলার
কব্জিতে
কোথাও কোনও যুদ্ধজাহাজের ছায়া
ডুবে যাওয়া
দেখছে
কীভাবে
আলোর ভেতর দিয়ে
ফুলে ওঠে
রোজমেরি পাতার গন্ধ, একটা বাতিল দোলশয্যা...
তাঁবু
একটি
--- >>> উৎকেন্দ্রিক
কবিতার দিকে
গ ড়ি য়ে যাচ্ছে না
কোনও ছোট বড় প্রত্যাশার নাজুক হাত
বরং
দেখুন
বরফের তাঁবু থেকে
হেঁটে হেঁটে
বেরিয়ে আসছে
চাইনিজ চেকারের বিজ্ঞাপন
# # #
# #
#
আর
স্কেল-চেঞ্জিং-মেয়েরা
কীভাবে আস্ত সিম্ফনি হয়ে উঠছে...
অ্যান্টিথিসিস
খুব বুধবার
হোলো
গরবিনী ট্রেন
ছুঁয়ে
কাউন্টার
ছুঁয়ে
ঝরে যাওয়া
কাগজিবাদাম গাছ
ঢং করছে
ঢংঢং করছে
আর
ধ্বনি ও
কবিতার আন্তঃসম্পর্ক নিয়ে
বই লেখা হোলো ওইখানে
অথচ আপনি
ভাবছেন
অ্যান্টিথিসিসের কথা
মন তুলে
নিচ্ছেন
আর বরফের বীজ থেকে
রহম রহম করছে
একটা উইথড্রয়াল স্লিপের রোলকল
খাপে খোপে
ফেলে রেখে আসা বিকেল উড়ছে
তার জন্য
ছায়া কেটে
কেটে
ফিকে হয়ে
আসছে প্রতিফলনের নগ্নতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন