থাকবে না চার পৃষ্ঠার নিউজপ্রিন্ট কাগজে ছোট্ট করে লেখা 'বালিকা কেমন আছিস?'
থাকবে না দু ফোঁটা চোখের জল মেশানো আবেগ। ইচ্ছে বন্দনা।
ভালবেসেছিলাম রে। একেবারে মার্কার দিয়ে লেখা একশোতে একশোর মতো। সত্যি।
দীর্ঘ নয় -
তবুও রাতভর তা দুর্ভেদ্য হয়।
আমার অলস সময় ঘন্টায় ঘন্টায় পৃথিবীর পৃষ্ঠা ছিঁড়ে সহজ সাঁকোর একপ্রস্থও
এগুতে পারেনি, পারেনি যুতসই প্রমাণ দিতে যত্রতত্র কাল্পনিক সাঁকোর।
কালে কালে বছর যায় যুগ যায়…
আর আমি দুহাতের আঙুল দিয়ে বানানো মিথ্যে সাঁকোর মধ্যে বন্দী। বন্দী।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন