ফ্রন্টাল ন্যুডিটি
ফ্রন্টাল ন্যুডিটি
তুমি
রেখে যাচ্ছ স্নানের ধারণা…
ধারণা হলো পৌষালী মেঠোপথ; ছড়ানো রোদে খানিকটা প্রকাশিত হয় মাটির মন আর হঠাৎ ঠোটের মত ঘাস- একবার ছুঁয়ে দিলে ঢেউ জাগে। আমি হাঁটছি পথের শরীর…
মেঠোপথ
রসাতলে নিয়ে যাচ্ছে!
চড়াই
আর উৎরাই ছিলো-
মুছে দিচ্ছে ফেরার কথা।
গলা
পানির ঝিল, তাতে শাপলা ফোটা আবশ্যক?
তাহলে
হচ্ছে তো..
আবহাওয়া
অধিদপ্তরের এ সম্পর্কে কোনো বক্তব্য নেই।
কিন্তু আমার তো ঝড় চাই! ঝড়ে
গাছ পড়বে, পাতা উড়বে। ঝড়ের
পর আসে বৃষ্টি। বৃষ্টি ধুয়ে দেবে ক্ষত…
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সুন্দর
উত্তরমুছুন