
পুরাণের নন্দী মহারাজকে আমরা চিনি মহাদেবের বাহন কাম সহযোগী হিসাবে।শিল্পী মীরা মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের করা নন্দী এক ষাঁড়ের সরলীকরণ সমৃদ্ধ রূপ। প্রকরণের প্রয়োজনে যে ছিদ্রপথ বাধ্যতামূলক (যা ফিনিশের সময় নিখুঁতভাবে বন্ধ করে দেওয়া হয়) তা শিল্পী ব্যবহার করেছেন নন্দীর নাসিকা ছিদ্র হিসাবে। চমৎকার জটিলতা বিহীন এই রূপকল্পটি এককথায় সত্যম্-শিবম্-সুন্দরম্।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন