চেয়েছি নবারুণ মদই
অলোক বিশ্বাস
সে কথাই ব'লে ব'লে যেও , দিন ফুরোক আর না ফুরোক
বাসাটি বদলে গেছে মেঘালয়ে
ঘন সরষে বেঁটে ভেবে রাখো ইলিশ পাতুরি
চিন্তারা অগোছালো থাক , কী হবে জটিল সমন্বয়ে ।
নদীভরা নেশা পার হতে হতে কখনো পৌঁছে গেলাম জঙ্গলমহলে
নাভিদেশ থেকে উঠে আসা ক্রোধ দেখি কর্ষণে বর্ষণে
দারিদ্রগুলি শিরোনামহীন একাকার হয়ে আছে সারাবেলা
ভেতরের তোলপাড়গুলি নিবেদন করি কার সনে ।
এতো চিঠি লেখা
তবু কটা চিঠি পৌঁছয় সবিস্তৃত ঠিকানায়
ফিলোসফি বইগুলো
আঙ্কিক সুরে ঢেলে গেছি রোজ পরীক্ষার খাতায় ।
বই জমিতে জমিতে
কিচেন রুমটিও বদলে গিয়েছে গ্রন্থাগারে
মরুভূমি , সেওতো চেয়েছে
অন্তরলোকে ঝামেলা ঝঞ্ঝাট বারেবারে ।
যেসব কথা আকারে নিরাকারে উৎসে যেমন ছিলো
আজো আছে নৌকার পাটাতনে
রাজমিস্ত্রির বিড়িফোঁকা যাপন ও খইনি চুনের অবসরে
কেহ ক্যাটালিস্ট কেহ শতাংশ সন্নিধানে ।
পাখি উড়ে উড়ে ইচ্ছার বিস্তারে মরমিয়া দিলো
সব দেহে নীল আলো লাল আলো
পোশাকের জেল্লা যদিও বিভিন্ন তরে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন