• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

সৈকত ঘোষ



সৈকত ঘোষ 
জরাসন্ধের বিছানা


১.
আমার ফিউশান থেকে জন্ম নেয়
তিনটি তারা
একটা আমি, বাকি দুটো
আমার প্রতিবিম্ব...


২.
বিচিত্র সংসার থেকে হারিয়ে যাচ্ছে বোধ 
রেচিষ্ণু সময়ের প্রত্যেকটা কণায়
ভূমিকম্পের প্রবণতা 

হতেপারে সাহিত্যের ইয়ার বুক...



৩.
ঘুড়ি হলে হোক লাগাম ছাড়া
বৃষ্টির চুম্বনে বিনির্মাণ শরীর 
খুঁজে নিক ছায়াপথ 
আমার পাকস্থলী তোমার ইচ্ছা খেতে শেখেনি...



৪.
কিছু সূত্রের ব্যতিক্রম থেকে তৈরি হয় নতুন সূত্র
যেমন প্রত্যেকটা আলোক কণার মধ্যে থাকে 
এক্সট্রা ম্যারিটাল বীজ...

সিম্পল হারমোনিক মোশানে 
লিপস্টিক এর থিম ট্রাক 



৫.
শরীরের সাথে কবিতা লেপ্টে থাকে
জোনাকির ঠোটে সীমাহীন শূন্যতা
বাস্তুমতে লেপের গরম অনেকটাই শিল্পসহায়ক 
শরীরের কলার টিউনে বৌদ্ধিক ভাস্কর্য...



৬.
রাজযোটক কাকে বলে জানেন ! 
ব্যাঙের জননতন্ত্র নিয়ে একটা দ্বিপাক্ষিক বৈঠক চলতে পারে 
.
.
এক পাশে মানুষ অন্যপাশে কোলাব্যাঙ!



৭.
জীবনকে আমি যেভাবে দেখি:
মাধ্যাকর্ষণ ডিঙিয়ে গেলে একটা কুয়াশাছন্ন বাড়ি 
চিলেকোঠার ঘর, একটা ছেড়া হাওয়াই চটি

এন্টেনায় ঝুলছে ইকোটুরিজম... 



৮.
হঠাৎ করে জীবনের ছন্দপতন হলে 
মেঘের নীচে জমা হয় মেঘ 
সবকিছু ফুরিয়ে 
শরীর ও তরঙ্গ পরস্পর রাত বিনিময় করে...



৯.
তোমার চিঠি পায়নি কেউ 
একান্ত সম্ভাবনায় ফুলের রেণু ঘেঁটে ঘুমিয়ে পড়েছে মেঘ 
তারপর অনেক ঝড় বয়ে গ্যাছে 
রাতের স্টেশনে বিচিত্র অন্ত্যমিল ...



১০.
একদিনে বড় হওয়া যায় না এটা ঠিক, তেমনি
বেঁচে থাকাও কী আসলে স্বেচ্ছামৃত্যু?

এখানে থাকা বা না থাকায় এসে যায়
প্রতি চুমুর পর আমি সিগারেট ধরাই...



১১.
রাতটাকে রাত হতে দেখিনি কখনও
আমার চোখে রাত ঘুমিয়ে পড়েছে
ম্যারিনেড করা পৃথিবী খুঁজছে
জলপাই শহর...



১২.
বুকে ব্যথা করলে আজকাল
দাঁতের ডাক্তারের কাছে যাই
         ছিদ্র থেকে ছিঃ! হরিদ্রাভ
         ছিদ্রান্বেষী
একটা ট্যাবলেটের সাইড এফেক্টে
ছায়াপথ নতুন গোলার্ধ বানায়...



১৩.
ভালোবেসে বন্য গন্ধে আমার আঁতুড় ফিরে আসে
মেহগনির বীজ যত না তেতো
তার চেয়ে তেতো হতে পারে চোখের জল
স্কিন এফেক্টে নষ্ট লিটমাস...



১৪.
তোর লিপস্টিকে জোলাব ছিল
ঝপ করে নেমে গেল জল
লালা থেকে লালায়
নিউক্লিওফিলিক সংক্রমণ

মৃত্যুর মুখ থেকে অর্ধেক চাঁদ জন্ম নেয়...



১৫.
আমার বিছানায় হাতেমতাই ছিল
ছিল আমাদের রাত শেষ কথোপকথন
আণবিক নিঃসঙ্গতা শিশির চুঁইয়ে
স্লিপিং পিল

ঘুঘুর ডানায় অর্ধেকটা দিন
অর্ধেকটা না হওয়া গান, ব্যারিটোন...




১৬.

তোমার চোখে শান্তি খুঁজতে গিয়ে আমি দেখেছি
পাইথনের ডিম 
সেদিন থেকে হ্যাঙ্গারে আমার মিথ ঝুলছে

স্কার্টের ভাঁজে বৈষ্ণব পদাবলী 




১৭.
প্রত্যেকটা দুঃখ আমার মধ্যে 
কবিতা জন্ম দেয়


গোপন কথাটি বলে দিলে 
তোমার হাত ছুঁয়ে বিরামচিহ্ন...



১৮.
না থাকা সময় একটা পাতাবাহার
তামাটে রোদ্দুর ঠোঁট ছুঁয়ে গড়িয়ে যায়
প্রতিটা রক্তবীজ শ্যাওলার পদপরিবর্তন

শহুরে নাব্যতা হারিয়ে
তোমার জিভে অ্যাসপিরিন...



১৯.
নির্বাচিত শোক পালন অনেক হয়েছে 
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ন্যানো টিউবে
কবিতা জন্ম দেয়
প্রেমিকের দিনলিপি অমিত্রাক্ষর ছন্দে লেখা হলে 
কথোপকথন হয়ে যায় স্নান শেষের ভাস্কর্য...



২০.
দরজার বাইরে দাঁড়ানো অস্তিত্বেরা 
কখনও কখনও শুধু শীতলতা 
ছাড়া আর কিছুই দিতে পারে না...

পুরনো দৃশ্য কল্প অনেক সময় 
স্বেচ্ছা নির্বাসন নিতে পারে 
একা করিডোর 
                           ধু ধু ...




২১.
ঘুম নামে থাকে যদি বিছানা
আমার সে রাত ভোর হয় না...



২২.
কবিতা একটি বিষমবাহু ত্রিভুজ
যার মধ্যমা বরাবর হাঁটলে শান্তি ও সমৃদ্ধি...


My Blogger Tricks

২টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. অতিদুর্গম কোন কোন রাতে
    কবিতা বৃত্ত হয়ে যেতে চায়-

    উত্তরমুছুন