আপেল ইভ-আদমের সময় থেকেই নিষিদ্ধ যৌনতার প্রতীক। আবার কাঁটা আপেলের আকারের সঙ্গে নারীর যৌনাঙ্গের মিলও আমাদের জানা। শিল্পী ভাস্কর লাহিড়ীর অনামা এই ড্রইং তাহলে নতুন কি বার্তা আনছে ? সংসার অভিজ্ঞ শিল্পী এখানে যোগ করেছেন আপেল ঘিরে একটি মালা, যেটিকে রুদ্রাক্ষ মালা বলেই মনে হয়। ইঙ্গিতটা আমাদের বয়স্ক পরিণত প্রেমিক-প্রেমিকার সন্ধান দেয়। ধারণাটি আরো পোক্ত করে ছবির ডানদিক থেকে আপেলের দিকে ধেয়ে আসা প্রজাপতিটি। অত্যান্ত মার্জিত রেখাচিত্র যেটি হয়ে উঠেছে পেন্টিং-এর বিকল্প।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কাঁটা আপেল কি? নাকি কাটা আপেল?
উত্তরমুছুন