ভার্জিনের স্বর্গারোহণ
নেমেছে পুরনো, নেমেছে আপনজন -
নেমেছে সোহাগ
নামছেনা চারকোণ।
গ্লানিও নেমেছে -
উরুসন্ধিতে জল -
নামবো আমিও
মধুরেণ হলাহল।
স্পর্শসুখেই
দেবদ্বিজ বসবাস -
লেহন লেহন - একা
দরবারী খাশ -
গর্বিতা কুঁড়ি -
বিরহিনী মীরাবাই -
বিভাজিকা রিপু -
আবার তোমাকে চাই।
এই বিছানায় -
তুমি আমি আলাদিন -
উঠেছে নেমেছে -
চিনি আর স্যাকারিন -
আসলে বিরাগ -
ঠোঁটে ঠোঁট নিয়ে বোবা -
কেউ পিতা - কেউ
সন্তানসম্ভবা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
আহাহা!!অপূর্ব!
উত্তরমুছুননামকরণে ভার্জিন/ভির্জিন টা একটু কানে লাগলো। কুমারী টা কি খুব নাটুকে শোনাতো?