
নিসর্গ বলতে আমরা বুঝি নদী, পাহাড়, জমি, গ্রাম ইত্যাদি। সত্যি খুব সুন্দর, চারিদিকে সবুজ ও নীলের ছড়াছড়ি। শান্ত এবং পরিচ্ছন্নতার একক। কিন্তু যদি বলি "শহুরে নিসর্গ", অধিকাংশ রসিক নাক কোঁচকাবেন। জঞ্জাল, দূষণ আর কোলাহল মিশ্রিত শহরের আবার শৈল্পিক নিসর্গ !!! নিশ্চয় হয়, শিল্পী অমিত বিশ্বাস অন্তত তা মনে করেন। জমাটবাঁধা দুটি আয়তকার অট্টালিকা, মধ্যে সরু একচিলতে ফাঁকা স্থান। ঠিক তার পিছনে একটি বিশাল মাপের গোধূলির সূর্য। বাকি অংশে ছড়িয়ে আছে প্রশান্ত নীল। হ্যাচিং লাইনে গোলাকার ও আয়তকার আকার মিলালো শক্ত কাজও বটে, তবে সেটুকু তোলা থাক শিল্পী-রসিকদের জন্য। টেম্পারায় আঁকা "শহুরে গোধূলি" ছবিতে আপাতত রসিককে শিল্পী আনন্দ দিয়ে সফল কিনা সেইটাই দেখবার বিষয়।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন