বাংলা কবিতা ডট কম
রূপমতী, তোমাকে বাংলা কবিতা
ডট কমের
বিশেষ সদস্যপদ যোগাড় করে
দেব,
শুধু পরশু বিকেলে আমার
সঙ্গে
মিলেনিয়াম পার্কে দেখা
কোরও।
কবিতা? হ্যাঁ, কবিতাও নিয়ে
এসো এক দুটো,
ছাপিয়ে দেব, তবে এসো ঠিক
পাঁচটায়।
পরশু বুধবার, অফিস-কাছারি
থাকে লোকের,
ভিড় কম, নিরিবিলি বসে যাব
দুজনে,
তোমাকে ছন্দ শিখিয়ে দেব,
অন্তমিল গুঁজে দেব তোমার
ঠোঁট আর চুলে,
ফেরার পথে পাব-এ বসে দু-তিন
পাত্তর খেয়ে নেব আমরা,
তারপর ফাঁকা ফ্ল্যাটে রাতভর
কবিতা নিয়ে গভীর আলোচনা
হবে।
তোমাকে বাংলা কবিতা ডট কমের
রাণী করে দেব রূপমতী,
শুধু পরশু বিকেলে আমার
সঙ্গে
নীল শাড়ি পরে দেখা কোরও।
কবিতা? আহহ, বারবার কবিতা
নিয়ে এত মাথা ঘামিওনা,
কবিতা-টবিতা না আনলেও চলবে,
তবে মিলেনিয়াম পার্কে ঠিক
পাঁচটায়
নিরিবিলি গাছের নীচে চলে
এসো,
সূর্য ডোবার আগে, মৃদুমন্দ
গোধূলির হাওয়ায়
প্রচলিত ছন্দ ভেঙে
তোমাকে আধুনিক কবিতা করে দেব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন