আমি
যশোধরা রায়চৌধুরী
বিক্ষুব্ধ জনতা
আমি, অবিরাম বিক্ষুব্ধ জনতা
হতাশ্বাস আশা আমি
একবিন্দু হতাশ্বাস আশা
বেঁচে থাকা ভার
আমি প্রতিদিন বেঁচে থাকা ভার
তীক্ষ্ণ প্রতিবাদ
আমি ক্ষণে ক্ষণে তীক্ষ্ণ প্রতিবাদ
কেবলি গরল আমি কী
চূড়ান্ত কেবলি গরল
দুকূল গিয়াছে চলি
আমাদের দুকূল গিয়াছে
বিক্রয় কোবালা
আমি অতিকায় বিক্রয় কোবালা
ধনে প্রাণে মার
আমি সবিশেষ ধনে প্রাণে মার
বিক্ষুব্ধ জনতা
আমি , আগে পরে বিক্ষুব্ধ জনতা
জনতার রায় আমি,
বিভ্রান্ত জনতার রায়
ডিজেলের দাম আমি
বেড়ে যাওয়া ডিজেলের দাম
ডিপ ডিপ্রেশন আমি
সাগরের ডিপ ডিপ্রেশন
কী বিষণ্ণ ঝড় আমি
আছড়ে পড়া তীরে অবিরাম
পড়ে শান্ত হওয়া
আমি, এক শ্বাসে মরে শান্ত হওয়া
গভীর মাঝরাত আমি
অসম্ভব গভীর মাঝরাত
টোটাল নীরব আমি
তারপরে টোটাল নীরব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
টোটাল নীরব আমি
উত্তরমুছুননাম একটা আমারও আছে ঠিকই
উত্তরমুছুনকিন্তু এখন কিছুতেই মনে পড়ছে না।
আসলে গোটা গোটা অক্ষরে লেখা ছিল নামটা
মলাটের ভিতরে। বই খুলে দেখি নি তো পড়ে।
পড়ে শান্ত হওয়া আমি, এক শ্বাসে মরে শান্ত হওয়া l linegulo khub meaningful sudhu noy khub real,,,
উত্তরমুছুন