প্রতিনিধি
প্রতিনিধি
তোমার পরিত্যক্ত-জামা
হ্যাঙারে ঝুলছে
ঝুলছে জানালায়,
ঈষৎ কোঁচকানো, ঘেমো,
ঘর্মাক্ত।
দূর থেকে তুমি দেখছো, দেখছো
ঘটনাবলী, কুপ্রস্তাব-
সর্বধর্মসমন্বয় সভায় হাত
তুলতে ডাকা হয় তোমায়
দুপুরে পেটভর্তি মাংসভাত,
কাঁধে শিলমোহর দেওয়া
শান্তিনিকেতনী ঝোলা;
এসব উপহার পাওয়া যায়
প্রতিনিধি চাঁদা দিয়ে...
তুমি ফাঁকা রাস্তায় শিস
দিতে দিতে বাড়ি ফেরো
বাড়ি ফেরো সংগঠন-কর্তার
কক্ষ থেকে কক্ষচ্যুত গ্রহের মতোন,
বাড়ি ফেরো ছদ্মবেশী আমলার
নতুন ছাপা কাব্যগ্রন্থের
ভার টানতে টানতে
বাড়ি ফেরো ফিচার-সম্পাদকের
কুপ্রস্তাব সঙ্গে নিয়ে
তোমার পরিত্যক্ত ধ্বস্ত
জামা হ্যাঙারে ঝুলছে
স্লটার হাউসের
টাইলস-বাঁধানো দোকানে ঝুলছে
ছালছাড়ানো রেওয়াজি খাসি
রাস্তায় পোস্টারে ঝুলছে
স্বচ্ছ ওড়নায় ঢাকা
পোশাকছাড়ানো নায়িকাশরীর
পথচারী শিশুর চোখে হাত দিয়ে
এইসব ঢাকতে চায় তার মা
টিভিতে টেলিকাস্ট, বিতর্ক,
বিদ্বজ্জন
চার-পাঁচজন লম্পট কীভাবে খুবলে
দিচ্ছে ছাত্রীশরীর
দূর থেকে তুমি দেখছো,
দেখছো ঘটনাবলী, কুপ্রস্তাব-
তোমাকে ডাকা হয় হাত তুলবে
বলে
দুপুরে মাংসভাত, কাঁধে
শিলমোহর দেয়া শান্তিনিকেতনী ঝোলা
একা এবং একজন
এখুনি ডেকো না আমাকে
ডেকোনো কুঞ্জভর্তি
বোগেনভিলিয়া রাস্তায়
পথের ওপর ছড়ানো আছে যে অন্ধকার
তার ঠিক উলটোদিকের আলো এসে
মুখে পড়ছে ক্লিন-শেভড
গায়কের।
পতনমুখীন এই ফল ঝরে পড়ে
অ্যাকোরিয়মের নীলজলে
রক্তে ঘাই মারে রাত, ঘাই
মারে প্রার্থিত এস এম এস
তখন তুখোড়ভাবে যা কিছু মনে
পড়লো
সেই কিশোরবেলা, কৈশোরের ঘাম
গন্ধ চোরকাঁটা-
কতো কী ভেবেই না এখানে
এসেছি
এই শহর অরণ্য আর ডুয়ার্সের
মেঘবৃষ্টিরোদ
যেভাবে বাতাস আসে চলে আয়ে
দলমা হাতির দল
কাদাগন্ধ ঝোড়ো বাতাস আর
গজলডোবার এদিকে ওদিকে
পরিযায়ী পাখিদের ভিড়...
আমিও এসেছি এই সাতক্রোশ পথ
পেরিয়ে
একা, অনতিক্রমনীয়-
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ঘেমো , তারপর আবার ঘর্মাক্ত?
উত্তরমুছুন