একটি নাটকের সেট নাটকের নান্দনিকতা বৃদ্ধি করে। কেমন থাকে সেই সেট তৈরির প্রস্তুতিপর্ব ? শান্তিনিকেতন নিবাসী শিল্পী সুধীরঞ্জন মুখোপাধ্যায় পাঠভবনে অধ্যাপনা করেন। পাশাপাশি চলে সেট নির্মান। কবিগুরু রবীন্দ্রনাথের 'চন্ডালিকা' নাটকের সেট নির্মান করেছেন সাম্প্রতিক। একটি তালগাছকে কিভাবে রূপান্তর ঘটালে তা নাটকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে তার নির্মান এখানে দেখছি। জলরঙে আঁকা ছবিটিতে লক্ষণীয় তুলির সপাট টান যা শিল্পী নন্দলাল বসুকে মনে করায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন