খন্ড খন্ড হৃদয় !
তুমিও মা হয়েছো...
জলকে যেভাবে দোলাবে
সেভাবে দুলবে...
তোমার নেশাতেই আছি !
দুঃখ এলে জলেরও চোখ
লাল হয়ে যায়!
এসো ফুল্লরা,
জীবন থেকে জল সেচে
ফসল ফলাই...
কখনো কখনো কবিতা
ডাস্টবিন থেকে উঠে আসে
কবি ও কবিতার কোন জাত নেই
সে তো তোমার মতই সুন্দর।
একাকীত্ব আদতে কিছু নয়
শূন্যের থেকে শূন্য ছোটো
ভেতরে ভেতরে বড়ো হচ্ছে কয়লার চাক
ভেঙে শুধু উনানে দিতেই বাকি ।
মাটিতে কান পাতলে বোঝা যায়
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন