২০১০ সালে প্যারিস নিবাসী শিল্পী শক্তি বর্মন এসেছিলেন মাতৃভূমি ভারতে। নাতি-নাতনী নিয়ে নতুন করে ভ্রমণ করেছিলেন কোনারক, অজন্তা, খাজুরাহো প্রমুখ শিল্পতীর্থে। কাগজে ধরে রেখেছেন তাঁর এই সচিত্র ভ্রমণ। হালকা জলরঙে ছোঁয়া রেখাচিত্রগুলিতে তিনি ভারতের সেরা ভাস্কর্য, পুরাণ আর নিজস্ব রূপকল্প মিশিয়েছেন, বুঝতে চেয়েছেন প্রাচীন-আধুনিক শিল্পপথকে। তাই ছবির পশ্চাদপটে আমরা পাই আলো-ছায়া মেশানো ভাস্কর্য-রূপী রেখাচিত্র। সামনে একমুখী রেখায় আঁকা নারী। সমান্তরাল অপর নারীটির মধ্যে শিল্পী ধরেছেন ভাস্কর্য ও চিত্রের মিলিত রূপ। নারীটির উপরার্ধে পাই পাথরের ত্রিমাত্রিক অনুভূতি, নিচে দ্বিমাত্রিক চিত্রের প্রতিরূপ। দুটি প্রাচীন শিল্পরূপের মধ্যে মানুষমুখী যে কাল্পনিক চরিত্রটি পাই সেটি শিল্পীর নিজস্ব রূপকল্প।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন