বেড়া, আমার বৌ : একটি পুনরাধুনিক লেখা
।
বেড়া দিচ্ছি। জায়গাটা ডগমগিয়ে
উঠছে। বাগান। আমার
বৌ। শাড়ির নাম ছেঁড়া টগর।
শাড়ির নাম এলোমেলো
বেলা। হাওয়া
এখানে মন্দিরের গায়ে
বালবিধবার বাতাস হয়ে থাকছে
।
বৌ এখানে মিষ্টি রূপে ডাক
দিচ্ছে আমাকে। আমার
প্যান্ট পরা বৌ। তিনকোণা চারকোণা ধারালো
সব প্যান্ট। প্যান্টের নাম মুক্তোর
দাগ। প্যান্টের নাম
ছোট্ট বন্দুক। প্যান্টের নাম পারিবারিক ক্লাউন
।
দু-বছর ধরে আমি বেড়া
বানাচ্ছি। তিন বছর ধরে আমি
পেরেক ঠুকছি বাঁশে। পেরেকের
মধ্যে যে বর্তমান নেই
পুরে দিচ্ছি লোহার নড়াচড়ায়।
সাত বছর ধরে আমি
তার বাঁধছি বাতায়
।
বৌ আমার ব্লাউজের রিফু
দেখছে। বৌ আমার
তেলচিটে পেটিকোটের
তাপ্পি দেখছে। মাটির মেটে
রঙ
পুঁতে দেওয়া খুঁটিগুলোর
ভারের মতো নয়, আর
বিশ্রী একটা দিনে এই
বাষ্পসঞ্চয়
।
এখানে দেখছি ইনহেলারের
ছায়া। ছায়ার খাত। যেন
কোনো নুন-কারখানা
আরো ভালো নোনতা হওয়ার
ইচ্ছে রেখে দিচ্ছে। বৌ আমার
অ্যাজমার
খেয়াল রাখতে চাইছে
।
বেড়ার মধ্যে যে ইন্ধন নেই,
চাঁদ-সুজ্জি নেই, আমি জানি। ঈশ্বর
গুপ্ত থাকছেন না। আমার এই
বেড়া
আমার চেয়ে ঢের বেশি ইজাজত রাখছে
।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Apnar kobita lekhar dhorinta ekdom anyorokom,besh significant , apnar pathokore brityota Anek boro howa uchit keno na kobitar ei dhoron ta anekta sekhay bhabte,r bhabnata gobhir holei srishtir sombhabona tayrii hoy,,,Kobita emontai hobar kotha,,,
উত্তরমুছুনভাবনার গভীরতার সাথে ,
উত্তরমুছুনলেখার স্বাদ , কিছু ভুলিয়ে দেয়
কিছু মনে করায় ্ খুব ভালো লাগলো