পুরাণে আছে অগ্নির জিহ্বা সাতটি, সে যেমন শক্তিশালী তেমনি তার খিদেও মারাত্মক। ভাস্কর লাহিড়ীর বড়মাপের কালিকলমের এই ছবিটিতে নারী পশুর শক্তিকে তুলনা করা হয়েছে অগ্নির সঙ্গে। পশুর অদম্য শক্তি, গর্ভাশয়ের ফুল ও চাঁদের মধ্যে নারীত্বের কোমলতা ছবিটিকে নিয়ে যায় অন্য জগতে। আবার এই অগ্নিকন্যাই যখন তার পাশবিক রূপের বহিঃপ্রকাশ ঘটান তখন তা ডেকে আনে কেবলই ধংস। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনার ভবিষ্যত বোধহয় শিল্পীরা পূর্বেই অনুমান করতে পারেন ... এই ছবিটি তার শ্রেষ্ঠ নিদর্শন মাত্র।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন