রয়্যাল ট্যুর
সুন্দরবনের জলাজঙ্গলে ঘুরতে ঘুরতে
হঠাৎ-ই একটা ডোরাকাটা বাঘের দেখা পেলাম
বললাম, ভাই রয়্যাল বেঙ্গল টাইগার
আমার অনেকদিনের শখ তোমার পিঠে উঠে ঘুরি
বাঘ বলল, এ আর এমন কী, উঠে পড়ো
বাঘেরও যে ডানা আছে আগে জানতাম না
শান্-শান্ করে বাঘের ডানার আওয়াজ হচ্ছে
আর আমি বাঘের পিঠে চেপে এ দেশ থেকে সে দেশ
মাঝেমাঝে খিদে পেলে কোথাও নেমে খেয়ে ফেলছি
দু-জনের পছন্দের খাবার, বাঘ অবশ্য কখনও
আমাকে খাওয়ার কথা ভাবেনি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন