জ্যাক ওফ হার্টস হাড়হিম করে টর্চার
আমি, হুডিনি আর এসপ্রেসো
এমন
কিছু
সাধারণ সন্ধ্যায় আমার ডাক আসে,
হুডিনির।
খুব এসপ্রেসোয় মাতাল হওয়ারও অন্তর্লীন আমার
ধান্দায় রোজই মুচকি হাসেন তিনি।
মুক্তিবিদ্যা যদি একটু...
তার ইচ্ছাকৃত ভুলে হ্যান্ডকাফ-সিক্রেটস তৃষ্ণা
আমার তুলে রাখি অপেক্ষার তাকে
আমিও জানি একাকীত্ব থেকে
তাঁকে মুক্তি দেবার
সিক্রেট;
স্মৃতি।
এরপর এক-এক করে তালা খোলে, জুতোর লেস
থেকে বল-কৌশল উড়ে উড়ে ডিগবাজী খায় এস ওফ স্পেড
জ্যাক ওফ হার্টস হাড়হিম করে টর্চার
জ্যাক ওফ হার্টস হাড়হিম করে টর্চার
সেল থেকে বেরিয়ে আসেন।
ইন্দ্রিয়রা ফ্যাকাশে হয়ে
আসলে আমরা পাইরেসি
বাজার থেকে থানা হামলা
করে ফিরে আসি। যোগ্য শাস্তি দেওয়ার স্পৃহা নেই
আমাদের...
অসহায়
একা হই
দুজন
ভারী তালার মত গুমর... ইস্ আজ বইটা যদি... এ কী জঞ্জীর! উফ!
এই মিথ্যের ব্লেড-শিকল...
ঘন আড়াল...
অন্তত পরবর্তী দেখায় উইলহেল্মিনাকে...
কথা না দেওয়া অবধি নাছোড় হতে চাই...
অন্তত কয়েকটা মুক্তি-কৌশল...
এতগুলো সন্ধ্যা তো কাটলো হুডিনি!
এসব উদ্বেগের সামনে কয়েকটা ফল্স্ কাট আর সে
সোনালী হাসি
আমি শিশু হই,
এরপর মৃত্যুরহস্যে আসবেন তিনি। আমার ভয় হয়...
চোখ বন্ধ কানে হাত
তবু তীব্র কন্ঠস্বর ভেসে আসে
অট্টহাসিতে ছেয়ে থাকে করুণ কষ্ট, রহস্য আরো
মোক্ষম করে সামনে পড়ে থাকে ফাঁকা কাপ... শুধু ফাঁকা কাপ...
আমার কাপে তখন লোনলি তেতো জমা হয়েছে
...আবার এসো হুডিনি,
হ্যান্ডকাফ সিক্রেটটা ভুলোনা খুব দরকার।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Bhison probhabito koreche ei kobita amay,,,khub bhalo laga janaiiii anekbaarr,baak ke respect ekti asadharon kobita nirbachoner o prokasher jonyo,,
উত্তরমুছুনশব্দের মায়াজাল ্
উত্তরমুছুনবিভোর করে দেয়
ভালো লাগলো ।