রিমি দে র কবিতা
সমুদ্র
১।।
আক্ষরিক কিছু
লালের কথা বিভঙ্গ উড়িয়েছিল, আর এই দোলাচলের মধ্য
থেকে আমি হারিয়ে
ফেলছিলাম আমার ব্যক্তিগত সুরঙ্গমাকে।
ওর উপহাসগুলো
প্রতিটি প্রত্যঙ্গকে কখনো গাঢ়নীল, কখনোবা পাতাময় করে
রেখেছিল
২।।
পুষ্পতারা তখন
এবাগান থেকে ওবাগানে উঁকি দিচ্ছিল।কয়েকটি স্পেস
অতিক্রম করে এসে
আমি হতবাকের মত পথে পথে।যাদুপথে তখন অবসাদ,
খরোষ্টি
লিপিবদ্ধ মৃত মানুষের মিছিল।প্রতি পদে গুঞ্জন,রক্তাভ গঞ্জনার গান
আলুলায়িত
৩।।
ভুলে গেছি
কৌশল,আজন্মলালিত মন্ত্রালাপ,গর্হিত উত্তাপের কথা।পরস্পরের ঘুম
ভেঙে যেতে
পারে,চিরকালীন কালোর থেকে উবে যেতে পারে আধখাওয়া
স্রোত।আমি
বিনম্র চিত্তে যাপন করব চন্দ্রমল্লিকা।বয়ে বেড়াব অনাহূত নিক্কন
৪।।
ভেঙে ফেলবার পর
শুরু হল আমার অঙ্গুলিহেলন।দরজাহীন দেরাজের
কাছে খুলে পড়ছে
ভাঙা ন্যাপথলিন।চৈতালী ছিঁড়ে খুঁড়ে অনামিকা নিবিড় হচ্ছে,
গুনকলি আকাশে
টুকরো মাছরাঙা, ইতস্তত সমুদ্র
৫।।
ভাঙতে ভাঙতে
অসহনীয়তা এভাবেই ঝরে যাচ্ছিল, বিস্মৃতপ্রায় শিপ্রানদী উঁকি
মারছিল আর বাঁক
নিয়ে নেওয়া সিঁড়ি ঝলসে ওঠে অকস্মাৎ......
পৃষ্ঠা
সমুদ্রপথে হেঁটে যায়!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন