সু কা ন্ত দা স এ র ক
বি তা
ম্যানিকুইন
ছিটকে যাচ্ছে শরীর আর
ঈশ্বরের সহজপাঠ
ভাড়াটে সৈন্য এনে
বর্মের ছায়ায় যুদ্ধ শেষ হয়
আমরা ভোর ভোর গল্প শুনি
চুল ছেঁড়ার পর বলি,
......“এ ধরণের গল্প লেখা হচ্ছে না...”
ফেসবুক
“অবস্থান নিয়ে বৃথা
রক্তপাত নয়।বাফারজোন খুলে দিচ্ছি। ভেতরে এখন এই স্বল্পতা নিয়ে বিকৃত
রুচিমালার অবসান হোক।বাউলের একতারায় তানপুরাণ জেগে উঠুক। চাঁদ তারা এক হয়ে যাবার মতন’’
আমরা সহবাস করি সাপের
কুণ্ডলীর মত
বিষদাঁত নিয়ে চিৎকার করে বলি...ছোবল
দে...তখন তুমিও আলসেমির গলিপথ হয়ে যাও
দুহাতে সেক্সটয় আর টগর ফুল
নিয়ে আকাশে আগুন লাগাও
যেখানে আলটপকা পরী এসে পরে
জাহান্নাম আঁতিপাঁতি ঘাঁটা
পরী
ঘামের আর্তি
শুকনো শৈশব
আর প্রিয় ফুলটির কুঁড়িতে
জীবন্ত হতে থাকে লোকায়ত করিডোর
বিদ্যাসাগর সরণী
শুনলাম খাঁচা ভর্তি
ফিনিক্সপাখি বিক্রি হচ্ছে চকবাজারে।আমাদের জাতবিক্রির অভিমান আর কৃষ্ণকলিতার
বিরতিতে রোমান্টিক হচ্ছি।চেনা গলিপথে চতুর্থ বিবাহবাসর।অসুস্থ নেমেসিস আজও
চিনেছে...
সমবেত সংগীতের মুহূর্ত
সুরালাপ।মহান-অনুভূতিগুলো জড়ো হচ্ছে তলপেটে...চিনে নিচ্ছি পরবর্তী ক্লিওপেট্রাদের।
বিপর্যয়হীন ঘোরলাগা। রামের সুরাপাত্র আমার জড়তা চুষে নেয়।
উজাড় করে দিলাম সংগীতায়নে।
খাঁদের ভেতর চেনা ছবি...অলৌকিক। কবেকার চেনা বলে, “উঁহু কামড়াস না,বাইরে বেরিয়ে প্রেম পর্ব লিখব”। আঁচ সরলেই ভদ্র কবি,পিউবিক তন্তুগুচ্ছও......
এবার আসি
ছাইয়ের ভেতর জীবন। জানি
স্বপ্ন হারিয়েই পুনর্জন্ম পায়।আর আমি উঠে দাঁড়ালাম একরাশ ছাই থেকে নতুন চিত্রকল্প নিয়ে...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বাহ , বেশ
উত্তরমুছুন