সুব্রত সাহা র কবিতা
সফরনামা
এক।।
মাটি কর্ষিত হলে উঠে আসে রথ।নাগাল থেকে
শীর্ষদেশে পৌঁছোতেই নদীরা একলা হয়ে যায়...
কয়েকটি হারিয়ে যাওয়া ঠিকানা।এখনো নীল
গন্ধ নিয়ে আসে জঙ্গল বুকে।তাক থেকে বদল
নামিয়ে রাখি।
বাজনাপাখিরা তালুকবন্দী।
সরতে থাকা ভিটেটাও।
স্লোগান থেকে আবিষ্কার করি পরশপাথর।
আর লুকিয়ে রাখা কান্নায়
প্রথা ভেঙে কলমীরাও
এভাবেই খতমের কারণটা জানা জরুরী...
রূপো রূপো চাঁদ
ভাতের আসর বসালো থালায়।
আর মিছিল ডিঙোলেই দেখা যাচ্ছে আকাশ।
জানালায় এখনকি কেউ আছে?
দরজায় টোকা দিতে আর কত দেরী?
......রাজপথ
দুই।।
জন্মওয়ালাদের সফর শেষে ফিরে গেল চা-বল।
ভাত ফুটছে আপাতত।
উড়ে গেছে ঢেকিছাঁট, বাটনাবাটার খুশবুও...
ভোরগুলি ব্যস্ত রিলে সেন্টারে।প্রকাশিত
হচ্ছে সফরনামা।
ফিরে পাওয়া দারুচিনিরাও।
বয়স্ক চায়ে চুমুক দেন চামু ওঁরাও।
ধানগোলা উপচে পড়ে রাভাবস্তির উঠোনে।
ডানাভাঙা পাখিরা হেঁটে গেল রাজপথ ধরে।
আলো বন্দী নৌকা থেকে নেমে যাচ্ছে পারাপার।
মরশুম খুঁজছে জরিপ।
রাজবাড়ি থেকে এবার উড়ে গেল নীলপাখি।
মুদ্রাপিঠের গান নিয়ে...
ভাতের গন্ধমাখা হাত তাই সরিয়ে নিলাম
দেখ
দুপুর আসছে পালাবদল করে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন