তপেশ দাশগুপ্তের কবিতা
প্রাগৈতিহাসিক
জননী ইটভাটায়
পাঁজা পাঁজা ইট পড়ে থাকে
মাটি পোড়ে
মেইনস্ট্রিম
সুবল বনিকের চোখ দিয়ে ছেলেটি অনেক কিছু
দেখে নিতে পায়
চোখ ফুটলে বুঝে নেবে সবকিছু
চোখ ফুটে বেরোয় সুবল বনিকের চোখ
দ্রোহকাল
তুলিতে ছড়াও কেন সমস্ত রং
অপারগতা
সাত পর্যন্ত লিখে
আট এর আগে নয় লিখতে চেয়েছিল
আমার মেয়ে
তার এই ভুলকে মান্যতা দিতে পারি না
কেন পারি না
মন্ডলঘাট
এত সুন্দর প্রান্তর
ভাল লাগিয়া যায়
থাকিবার জন্য গৃহ পছন্দ করিতে থাকি
লোকলস্কর পাইক বরকন্দাজ আঁটে না
এই গৃহ গুলিতে
আটটি দলিলের সূচনা কথা
বইপোকার সাথে মাঠপোকার দেখা হয়
গাড়িবারান্দার নীচে
মাঘের শেষে এবার বৃষ্টি হবে
এইটুকু কথা বলে দুইজনে দুইদিকে চলে যায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সুবল বনিকের চোখ দিয়ে ছেলেটি অনেক কিছু
উত্তরমুছুনদেখে নিতে পায়
চোখ ফুটলে বুঝে নেবে সবকিছু
চোখ ফুটে বেরোয় সুবল বনিকের চোখ
Suboler oi chokh dutoi to ache. Oi chokh katha bole. Keya baat!
বইপোকার সাথে মাঠপোকার দেখা হয়
উত্তরমুছুনগাড়িবারান্দার নীচে
বাহ , বাহ