দুর্জয় দাসের কবিতা
মোরগফুল
সচকিত মুখরতা তোমার
আগুনে নীরব হয়ে থাকছি
চরাচর জুড়ে দখল নিতে
চাইছ সবুজের
কথাহীন সড়ক কেমন লাল
রিবন খুলে
জেলাশহর থেকে রোদ সরে যাচ্ছে
মানুষ সরে যাচ্ছে
ফিরতি পাখিদের সমাগমে
পলাশ
দুপুর এই ছবি করে দিলে
শব্দবন্ধ খুলে বিকেলের কেমন তাকানো
পল্লবে পল্লবে সব আমন্ত্রণ লাগে
গৈরিক বসন তোমার
শূন্য রেখে যাও মাটির অসুখে
বয়সের রঙিণ আস্তানায়
কুমড়োফুল
চুপচাপ অবেলায় আছো
কিভাবে জল খেলছে পেটের ওপর
ভোরের উন্মুখ তোমায় ফুটিয়ে দিল
শিশুভ্রূণ স্থির হয়ে আছে
পাতায় পাতায় এভাবেই লতিয়ে উঠছে
বাড়িঘর
ভিতর
ভাষার কোন প্রতিশব্দ নেই
এটুকু’র সাথেই মুখভঙ্গি
আলাপ জমানো
আশ্চর্য করে দেওয়া
দূরের আকাশ হয়ে যায়
ইশারায় ছায়া হয়ে যায়
শিকার
জল ভাবলে ডুবে যাওয়া যাবতীয়
শরীর কোথাও আজ জলচর হল
খুঁজে নেবার ঘর
লুকিয়ে আছে কোনখানে
সীমানা থেকে ক্রমশ চলছে জরিপ
আসা আর যাওয়ার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সুন্দর ও সাবলিল
উত্তরমুছুনভালো লাগলো