তনুশ্রী পাল এর কবিতা
ভাত কথা
ভাত বিষয়ক কটা কথা আছে আমার
ভাত ও আগুন বিষয়ক
যাঁর সামনে দাঁড়িয়ে সবই বৈধ
মাথাপিছু পরিমাণমত তারপর
আদর করে স্নান
জলে ভেজা অঞ্জলির ওপর নিবিড় ছোঁয়া
রূপোরঙের পাত্র একই রঙের হাতা
পরিমাণ মত জল পবিত্র আগুনের আঁচে
হুল্লোড় লাগিয়ে দেয় হাঁড়ির ভিতর
মায়াবী শব্দগুলি নড়ে চড়ে
প্রতিটি পর্বই আমার খুব চেনা
প্রতিটি ছন্দ চিনি
উঠে আসে গুঁড়ো গুঁড়ো সুখ
পাত্রটির মুখের কাছে
গন্ধে ভরে যায় সারা ঘর সারাটা উঠোন
জন্মের সকাল থেকে আদিগন্ত
আদর করে ডাকি
ভাত.........ও...ভাত
তারা খসে
সমুদ্র বাড়ালো হাত নির্জন কিণার
উল্লাসের নক্সা আঁকে গেরুয়া কাঁকর
রাতের পাঁজর ঢাকা কবজ কুন্ডলে
দূর দ্বীপে জ্বলে নেভে
অলৌকিক চোখ
তারা খসে
মাদুর বিছিয়ে বসি ঢেউ এর ওপর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন