সঙ্ঘমিত্রা রায় চৌধুরী’র কবিতা
স্পৃহা
আত্মার আত্মীয়তা আমাকে টানে –
আমি নির্জনতার দিকে যাব
এগোতে চাই, আমি এগোতে চাই।
ভালবাসা আমাকে টানে –
আমি
ভালবাসা হারাতে চাই না
আমি
তোমার কোলে মাথা রাখবো।
পৃথিবী যখন সবুজ – ধানক্ষেত
আমি ডুবে যাই
পৃথিবী যখন নীল-আকাশ
আমি ভেসে থাকি
তবে, আমি কি পাখি হব?
না তারা? বুঝি না
শুধু ভেসে থাকি
জোনাকির মত জ্বলতে থাকি
চারিদিকে গভীর জঙ্গল
নির্জনতা –
আমাকে
টানে।।
ঘ্রাণ
হৃদয়ের স্পন্দন শুনি
আমি নতজানু
জিভের ভেতর ঢুকিয়ে দেই
ঘ্রাণ
শরীরের স্নিগ্ধতা
মিলেমিশে আমাকে ভাবায়
আমি বড় হতে হতে
বিশাল এক তালগাছ
ছুঁতে পারে না কেউ আমাকে
এতটা ভালবাসা জমে ছিল
ভাবি নি কখন
প্রার্থনা
জঙ্গল পোড়ানোর গন্ধ
হাওয়ায় হাওয়ায়
এভাবেই পুড়তে থাকে
আমার মন
গন্ধের কাছাকাছি
হৃদয়ের স্তব্ধতা
সূর্যের দক্ষিণায়ন থেকে
উত্তরায়নে উত্তরণ
যেন, ফুলঝুরি হয়ে ঝরতে থাকে
শাদা সফেন একটি দিন।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন