তপতী বাগচী র কবিতা
ভেজা খাম
১.
দু’হাতে বৃষ্টি আজ
দু’ পায়ে বৃষ্টি
মেঘস্তন নেমে আসে
ভিজে যাই
খেলাছলে ঈশ্বরের হাত থেকে
কেড়ে নিই যাদুদন্ড
আকাশভর্তি রামধনু এঁকে দিই
হেসে হেসে
২.
অপার্থিবে জড়িয়ে গিয়েছি
দেখেছি
মাটি কেমন দুহাতে
সবুজ টেনে নেয় সারাগায়ে
অপার নির্জন
বাড়িয়ে নেয় নিজের উৎসব
বৃষ্টি ডুবে যায়
গভীর আস্নানে
আনন্দ ওগো
তুমি হে
ঈশ্বর
৩.
বৃস্টি দেখতে দেখতে
মেঘ ডেকে ওঠে
পাতার ভেতর সবুজ
কোলাজ
আমি আজ
আর কিছু নয়
শুধুই বৃষ্টিভেজা মাঠ
৪.
চশমা হারিয়ে বসে আছি
সঙ্গে সঙ্গে
চোখ দুটোও
অন্ধত্বকে কোলে নিয়ে বসে আছি
ওদের সন্তান
অন্ধত্ব আমার চোখ হয়ে গেছে।
৫.
চিঠি ছিঁড়ে ফেলেছি
চিঠি ছিঁড়ে ফেলা যায়
শ্বাসে প্রশ্বাসে লেখা
অনন্ত খোলা চিঠি
ছিঁড়তে পারিনি
ছিঁড়তে পারিনা
৬.
এসো অংশ ভাগ করি
খোলা আকাশের গায়ে
কাটাকুটি খেলা
হাওয়া পোড়াবার ছল
চলো অংশ ভাগ করি
সবুজ দু’গুণো খয়েরী
আমাদের খয়েরী বড় ভালো
আমরা সবুজ খেতে পারি
উল্টি করি উগ্র লাভা
খয়েরী খয়েরী
এসো অংশ ভাগ করি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন