অনেকের ধারণ 'ওয়াশ' মাধ্যমে যারা কাজ করেন তারা বিষয়বস্তু নির্বাচনে অতীতাচারী। অভিযোগ অসত্য নয়, আবার পুরোপুরি সঠিকও নয়। সোমিকা সাহা নবীন শিল্পী যিনি তার শিল্পমাধ্যম নির্বাচন করেছেন 'ওয়াশ'কে কিন্তু বিষয় নির্বাচনে সমসাময়িক। দেয়াল ঘেরা স্থানে এক সাপুড়িয়া সাপ খেলা দেখাচ্ছে, সঙ্গে সহযোগিতা করছে তার জীবনসঙ্গিনী ও পুত্র। চা পানরত এক মধ্যবয়স্ক ব্যক্তি ও তার সঙ্গী উপভোগ করছে বিষয়টি। আশেপাশে কৌতূহলী দর্শকের অভাব নেই। ছবিতে দেখা যাচ্ছে গাছের প্রতিটি পাতা আলাদাভাবে আঁকা হয়েছে। লক্ষণীয় মধ্যযুগের মিনিয়েচার ছবির মতোন এই ছবিতেও উপরের পরিধেয় জামা বা কাপড়ের মধ্যে দিয়ে নিচের কাপড় বা শরীরের অংশবিশেষ দৃশ্যমান। ছবির শিরোনাম "দ্য এন্টারটেইনার"।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন