অমিত দে-র কবিতা
বয়সকাল
তোর হাতের ছাপ রেখেছি
কলাপাতার কচি থেকে
বেদনাহীন বিকেলের
চাহনির সাথে
হাঁটুজলের স্রোতে নতুন
বৃষ্টি -
সম্প্রীতি গড়ায় যতটা
কিছু নিজস্ব
কিছু বা তার
সন্ধ্যার ছাদ হয়ে উঠেছে
লেভেলক্রসিং
একটি লেখা
শিলালিপির পাশে আমার আত্মা শুয়ে, অবুঝ লিপি আর আমার ফকিরি আত্মা।
কতজনের দেহ প্রাণ পেল। তরতাজা
প্রাণ চর্বি বিকোয় না।
দেখতে পাই প্রাতিরাতে কতজন নতজানু হয়ে পাগল। বোধ থেকে বোধিলাভ
প্রার্থনা।
সেইসব অক্ষর আজ ঐতিহ্যহীন।
কল্পচিত্র অনেক হল। এবার
শব্দ খুলে খুলে
গড়ে তুলি আত্মীয়ঘর।
সেখান থেকে আসে কুশল
সংবাদ......ও যুবক তুমি
ঘুমিও না।
লোডশেডিং
অরকেরিয়া সাইকাশে
স্থির শ্বসনবেলা
ঘরের জমিতে রাতের
ফসল এল বলে
পাতাঝরা বৃষ্টিরা
তিস্তা বেড়াতে গেল
আমার ঘুমের পাশে
চাঁদ খোঁড়া হয়ে হাঁটে
একমাত্র সাক্ষী মোবাইল টাওয়ার
নীচে কিছু আলো চোখ
এরপর
নিঃসঙ্গ ভিড় করলেও
তুমি মানুষই
থাকবে
দেখা
কেউ বলেনি আমি মৃত
দিনের আলোরা মিথ্যে কথা বলে
সারাদিন একটু সরে যেতে যেতে
এখন আমার মাথায়
জমাট বাঁধা সাদা রক্ত
আর কাকে ডাকবে
শুদ্ধ চোখ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
একটি লেখা- অমিত তোর নিজস্বতায় ভালো লাগলো খুব।
উত্তরমুছুন