দেবাশিস কুন্ডু র কবিতা
ভিতর
কনিকা
তুমি একটা গান শুনতে চেয়ে
জোরজুলুম শুরু করে দিলে...
আমিও উঠলাম গান গেয়ে
যেই একটা গান গাইতে যাই
গানের ভিতর ছিল গান...
ভুল করে গেয়ে ফেলি তা-ই।
তবু তুমি কৌতূহল ভরে
কোলে টেনে ঢেকেছ আদরে...
গান থাকে গানের ভিতর...
আমরাও থাকি পরস্পর
এ ওর অন্তর্নিহিত।
এগিয়ে চলা
যারা হাঁটতে শিখেছ, দৌঁড়াও...
যারা দৌঁড়াতে পারছ, তোমরা সাঁতার কাটো
যারা সাঁতার শিখেছ, ওঠো পর্বত চূঁড়ায়;
তারপর ঐদিকে শূন্যে লাফাও।
কেউ কাঠ কুড়ায়, কেউ মাইন পেতে আসে।
নিচু কথা
প্রতি পরিবারের ভিতর গান গাইছেন পড়শিরা
ঘরে ঘরে পড়শি সঙ্গীত।
গল্পগুজব
শুধু বসে বসে গল্প গাথা ভাল্লাগে না।
চলো,হাঁটতে হাঁটতে গুজব ছড়াই।
নিজের কথা তেমন কিছু নেই,
গুজবে কান না দিয়ে করবেই বা কী?
গল্প শেষ, গুজব রয়েছে।
স্বজন
জাতীয় পতাকা তুলে পায়রা পোড়ানো হচ্ছে ধাবা
উৎসবের।
মা’র হাত ধরে সুখ খেতে এসেছে বয়ফ্রেন্ড
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বয়ফ্রেন্ড শব্দটার ব্যবহার ছাড়া স্বজন কবিতাটা ভালো লাগলো।
উত্তরমুছুন