শৌভিক দত্ত র কবিতা
মাদ্রাজ
এক।।
সমুদ্র গলতেই ভাঙা কাঁচের দিকে চোখ
বেজে গেল শিকারপুরাণ
তানপুরার আলতোয়
ফেলে আসা জোয়ারের ঝিঁঝিঁ
মন ফুরিয়ে পথ ফুটে উঠল
ফুটে উঠল কফির ঠাণ্ডা দ্রুততা
সারল্য ভাঙছে কাঁচুলির পিনড্রপ
এবার শব্দ শেখাবে গাছের দেহাতে
গুণগুণে তখন ওড়নার ছুটিমলাট......।
দুই।।
গহন ঢালতেই
মনশ্যাওলায় পা
জোনাক বিছানো উবুবালি
প্যাশন ফিরছে ভাত মাখার
শব্দ ভাঙতে
ফিতের মাঝামাঝি
তুমিসুতোর এক
একটা চোরারাত
নিরবিল কথারা
আলো পাবে
গন্ধের ভেতর রাখা কোনও বৃষ্টি
নরম জলের কাছে এতদিন
এতদিন ভোরনাম্বারে কোনও অন্যদাগ ...।।
তিন।।
কাচা হল
সাদা কালো চিঠির ফুলস্টপ
রাস্তাকে ভাবো
পুরনো ঠুংরির আদলে
গ্রামতালির ছবিগুলো
বোতাম ভাঙার মুখে
একটা ময়লাদৌড় শুরু হল প্রাণপণ
ফর্সায় বেজে ওঠা
আপেল বুটিকের নীলগন্ধ
মেজাজ বাজলো স্বদেশ
অফুরান পৌররাত
বাজলো দীর্ঘ ট্রেনের ছিটকিনি
হারেমের ঘোড়াগুলোর তখন
আর রাহী থেকে
রাইঠোঁটের আলতো ভিসুয়্যাল......
ঠেক নেভার রোলকলে
কিছু জুতোর রিমেক
তনখার ওপারে ঠাণ্ডা জমছে ......
চার।।
ভেজা জলের দিকে চোখ রাখি না
নাচ থেকে হরিনভাঙ্গার মুহূর্ত
পায়রা পেরিয়ে ধনুকের শিলান্যাস
শহর ঝরতে ঝরতে
বাদামী নেভাবে কাগজের
শয্যার ফুলে এখন মান্নারঙ
চুপি ঢেকে দিতে আসবে
তোমার জ্বরের মতো
সবুজ বিছিয়ে কিছুক্ষণ
রাগ শেখাবে গাছেদের
শেখাবে আদর ফেলা নৌকাডুবি
আর আমি ক্রমশ দেয়াল গাঁথতে গাঁথতে
সিঁড়ি
পেতে বসব
ঐ চৌখো জানালায়......
পাঁচ।।
চাউনি থেকে বেরিয়ে আসা ঘর এখন
প্রিয় দেশলাই
ডালপালা খুলে রাখা নীল
পোশাক ছাপছে বরফের
শীত ডোবার আগে কাচায়
ওম জমল অনেক
ফলে ডানাভাব ফলে আদরকুয়াশা...।।
রোদপঞ্জী ছেড়ে শীত চলে যাচ্ছে
রুখসতে কোনও ঋতু নেই
সুহানা ছাপিয়ে
আলোনামতায় কোনও স্নায়ুমেঘ
তোলপাড় শান্ত হলেও
শহর কাঁপছে দ্যাখো কোনও ছায়াতেই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন