• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

শৌভিক দত্ত





শৌভিক দত্ত  র কবিতা


মাদ্রাজ

এক।।
              
সমুদ্র গলতেই ভাঙা কাঁচের দিকে চোখ
                   বেজে গেল শিকারপুরাণ
তানপুরার আলতোয়
             ফেলে আসা জোয়ারের ঝিঁঝিঁ

মন ফুরিয়ে পথ ফুটে উঠল
ফুটে উঠল কফির ঠাণ্ডা দ্রুততা
সারল্য ভাঙছে কাঁচুলির পিনড্রপ

এবার শব্দ শেখাবে গাছের দেহাতে
গুণগুণে তখন ওড়নার ছুটিমলাট......।


দুই।।

গহন ঢালতেই
মনশ্যাওলায় পা
জোনাক বিছানো উবুবালি
প্যাশন ফিরছে ভাত মাখার শব্দ ভাঙতে
                          ফিতের মাঝামাঝি
                            
 তুমিসুতোর এক একটা চোরারাত
                       নিরবিল কথারা
                          আলো পাবে
                             
গন্ধের ভেতর রাখা কোনও বৃষ্টি
নরম জলের কাছে এতদিন
                             
এতদিন ভোরনাম্বারে কোনও অন্যদাগ ...।।




তিন।।
কাচা হল
সাদা কালো চিঠির ফুলস্টপ
রাস্তাকে ভাবো
পুরনো ঠুংরির আদলে
গ্রামতালির ছবিগুলো
বোতাম ভাঙার মুখে
একটা ময়লাদৌড় শুরু হল প্রাণপণ
ফর্সায় বেজে ওঠা
আপেল বুটিকের নীলগন্ধ
মেজাজ বাজলো স্বদেশ
অফুরান পৌররাত
বাজলো দীর্ঘ ট্রেনের ছিটকিনি
হারেমের ঘোড়াগুলোর তখন
আর রাহী থেকে
রাইঠোঁটের আলতো ভিসুয়্যাল......

ঠেক নেভার রোলকলে
কিছু জুতোর রিমেক
তনখার ওপারে ঠাণ্ডা জমছে ......


চার।।

ভেজা জলের দিকে চোখ রাখি না
নাচ থেকে হরিনভাঙ্গার মুহূর্ত
পায়রা পেরিয়ে ধনুকের শিলান্যাস
                  শহর ঝরতে ঝরতে
বাদামী নেভাবে কাগজের
শয্যার ফুলে এখন মান্নারঙ
চুপি ঢেকে দিতে আসবে
তোমার জ্বরের মতো
সবুজ বিছিয়ে কিছুক্ষণ
রাগ শেখাবে গাছেদের
শেখাবে আদর ফেলা নৌকাডুবি

আর আমি ক্রমশ দেয়াল গাঁথতে গাঁথতে
                            সিঁড়ি পেতে বসব
                          ঐ চৌখো জানালায়......

পাঁচ।।

চাউনি থেকে বেরিয়ে আসা ঘর এখন
                            প্রিয় দেশলাই
ডালপালা খুলে রাখা নীল
               পোশাক ছাপছে বরফের
শীত ডোবার আগে কাচায়
                       ওম জমল অনেক
ফলে ডানাভাব ফলে আদরকুয়াশা...।।

রোদপঞ্জী ছেড়ে শীত চলে যাচ্ছে
রুখসতে কোনও ঋতু নেই
সুহানা ছাপিয়ে 
আলোনামতায় কোনও স্নায়ুমেঘ
তোলপাড় শান্ত হলেও
শহর কাঁপছে দ্যাখো  কোনও ছায়াতেই

My Blogger Tricks

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন