৫/১২ ও ভাড়া ট্যাক্সির কবিতা
১.
ট্রেন ধরে চলে যাচ্ছে
ব্রিজ়
খুঁটি ধরে চলে যাচ্ছে
হাওয়া
মস্তিষ্ক ধরে চলে যাচ্ছে প্রেত
সংক্রান্ত জুয়াড়িরা
২.
কারখানার সাইরেন
বস্তুনীষ্ঠ না হলেও ক্ষতি নেই
বরং স্তিমিত ক্যাম্পাসে
কেউ ঝুমচাষের দ্বন্দ রেখে যাক
৩.
হিসেব মতো আমরা ডিভাইডার
রাখি বিছানার নাভিতে
যা আদতে রক্তচাপ বাড়ানো
প্রাঞ্জল বাস্তুবিদ্যা
৪.
গতকাল প্রতীকি রেলিঙ
পুড়লো ফ্যামিলি মোড়ে
পুড়ুক!!
এরপর ও শালা জেদ করে
ভেতরের ঘরে রূপকার্থক
গোলাপ ফোটাবো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ভালো লাগলো
উত্তরমুছুনonek dhonyobad
মুছুন