মনের ক্ষোভ আমরা প্রায় প্রত্যেকেই উগড়ে দি কোনো না কোনো সময়ে, অধিকাংশই মৌখিক ভাবে। এতে সাময়িক মনের জ্বালা মেটে বটে কিন্তু কোনো স্থায়ী ফল পাওয়া যায় না। কবি বা শিল্পীরাও ক্ষোভ উগড়ে দেয়, তবে তা তাদের সৃষ্টিকর্মে। তাতে থাকে মার্জিতরূপে ক্ষোভের নির্যাস, পার্থক্য শুধু এইটুকু। দর্শক/পাঠকদের লাভ হয় ঢের বেশি, তারা উপহার পান শিল্পকর্ম বা কবিতা। গৌরব রায়ের জলরঙে আঁকা "ওয়ার মেমোরিয়াল-৩" সেই রকম একটি নিদর্শন। পাহাড়ী সন্ত্রাসে সেখানে উন্নয়ন (সভ্যতার চাকা) ব্যহত হচ্ছে বারংবার। বিদ্যালয়ের শিল্প-শিক্ষক পর্যাবাসিত হন কেরানীপদে, শিল্পসংক্রান্ত ভাবনাগুলি পিষ্ট হয়ে চলেছে সেই চাকার নিচে। যেন শিল্পী ও তাঁর ভাবনার সমাধি ঘটেছে ... ক্ষোভই এখানে সৃষ্টি করেছে শিল্পকে। শিল্পী সফল বোধহয় এখানেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন