খুন
সব্বাই একসাথে বলো
জি ন্দা বা দ
কতকিছুর তো সন্তান হয়
সন্তানের হয়
এবং বৌ-এর
ন্যাপকিন
তবু অন্যের শুঁকতে চাওয়া
চা খেতে খেতে
সিগারেট, হাসপাতালে
স্তন দেখতে নেই
কনডাক্টার তো স্টপেজ বলবেই
আলোর দাগ
নৌকোসিজন, ধর্ষণ
ঋতু ভাঙলে তোমার কী
আমার ! আমাদের ?
ধুর বাল
দেওয়াল ছোট্ট হতে হতে এভাবে
চোখ
খুন
কবিতা শব্দ ছন্দ না-ছন্দ
না-কবিতা
যতক্ষণ হচ্ছে না ফসলের পাক
পোয়াতি
বীজ বীর্য সেতু কুচকাওয়াজ
ডরো মত
আমি একটু পুরোনো হতে চাইছি
দোল দাও লিঙ্গসমেত
তোমার নীচের ঠোঁটে
মধুসুন্দর বাজার
খুনী ও হাত ধোয়ার ডাক
ডাকো
রঙের বয়স হচ্ছে
পিঁপড়েকলোনির দিকে হেঁটে
যাচ্ছে
ডাক্তারের হাত
এখানে ব্যথা তোমার-আপনার !
এই যে আঙুল দিচ্ছি, লাগছে?
উহ হচ্ছে নাকি আহ হচ্ছে
সব্বাই একসাথে ডাকো
প লা শ
হস্তমৈথুনের ফোঁটা ফোঁটা
ফুটছে উদ্বাস্তু
কে কোথায় আছিস
রে ডরো মত
আমি তোমার দিলদার
না হলেও বা কী এসে যায়
যায় আসে যাচ্ছে এসে
প্রেসক্রিপশনে কি ভুল ছিল ?
বাঁক নিচ্ছি না তো
তুমি আর কী করবে
সিজনের বাংলা করে
কাটো লেখো ভাঙো
এই তো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বাংলা সাহিত্য সাবালকের দোরমুখী । অপূর্ব নির্যাস....
উত্তরমুছুন