কোনদিকে
কোনদিকে দাবানল
কোনদিকে মাটির প্রদীপ
কোনদিকে অবিশ্বাসী ঠোঁট
কোনখানে বিজয় উৎসব
বেহিসাবী পায়রা ওড়ানো
জ্বলন্ত চিতার পাশে
কোনখানে নতুন বালিকা
কোনদিকে চোরাস্রোত
পরিচ্ছন্ন নারীর পোশাক
মোহনার কাছাকাছি
কোনদিকে নৌকাডুবি
অলীক সাঁতার
কোনখানে চোরাবালি
শোলার মুকুট
এ সমস্ত জানার আগেই
বৃষ্টি নামে
যমুনার চর থেকে
অস্পষ্ট সিঁদুর মাখা
মুখের আড়াল নিয়ে
ফিরে আসে উদাসীন নারী
ভাঙে বাঁধ
ভাঙে কিছু বাদামি বিশ্বাস
খোলামাঠে
বৃত্তাকারে ছুটে যায়
নির্বিকার ঘোড়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন