ঢ্যামনা
সাপ
১)
হাতের বাটি দেখা যাচ্ছে না
কান পাতলে পয়সা পড়ার শব্দ শোনা যায় ,
আঙুল হাতড়ে পয়সা গোনার চেষ্টাও
আচ্ছা - ওরা কি অন্ধ ভিখিরি ?
চুপ চুপ ওদের কান সজাগ কুকুরেরই মত
ঘোড়ার
খুরের শব্দ পাচ্ছ ? নাকি তবলা বাজছে কোথাও ?
ভুল
শব্দের দিকে কান পেতেছ
যেভাবে
ঢ্যামনা সাপ যায় বেঁকে-বেঁকে
চল
, চল সাপ মুখস্থ করি
সাপ
জড়িয়ে রাখা হোক ভেনাসের মূর্তিতে
ছোবলের
পর ছোবল দিক ওই পবিত্র পুরুষাঙ্গে
ঢ্যামনার
বাচ্চাদের জন্ম হয় নি
কে
কোথায় আছিস , একটু বিষ দে মুখে
দধিচির
হাড় তুলে দে হাতে
ডুগডুগি
বাজুক
২)
মেরী
বেঁচে আছে ছেলে কোলে নিয়ে
শূন্য
শরীরের সাদা চাদরে বীর্যের দাগ নেই
অন্য
বিছানায় চাঁদ হরদম আসে-যায় দাগ নিয়ে
দাগ
নিয়ে একটি প্রবন্ধ রচনা হচ্ছে ব্রেইলে
৩)
...................................................
৪)
মরে
গেছে -
সর্বনাম
ব্যবহার করা মানা এই জগতে
আমি-তুমি
মরে যাচ্ছি
পরের
জন্মে সিনকোনা জন্ম হবে
আহ...
কাঁপুনি , জ্বর ... তেতো ওষুধ ...
এই
অ্যড্রিনালিন ক্ষয়ে ক্ষয়ে মরে যাক –
ধুয়ে
যাক মৃত্যুর দাগ
৫)
তমসা
একটা নদীর নাম ছিল গতজন্মে
এজন্মের
সুইমিং পুলের টায়ারে
শরীর
ডুবকি দিচ্ছে ক্লোরিন জলে
নীল
নীল রাঙানো জল – মুখে ধুয়ো না
কোভালাম
বীচে টু-পিস
আয়না
ছাড় হে –
শরীর
দেখ , শরীর
ট্যান
হচ্ছে শরীর
টু-পিসের
ভেতরে মরা মাছের রং
নুন
মেখে পড়ে আছে উদোম
চল
সাঁতরাই মৃতদেহের পাশে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন